রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

রাজস্থলী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:৪৮, ২৪ জানুয়ারি ২০২০

রাজস্থলী বাজারে ময়লা আবর্জনার ভাগাড়, চরম জনদূর্ভোগে

রাজস্থলী বাজারে ময়লা আবর্জনার ভাগাড়, চরম জনদূর্ভোগে

রাঙামাটির রাজস্থলী বাজারে ময়লা আবর্জনার ভাগাড়ে ক্রেতা বিক্রেতারা অতিষ্ট ও জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। এমন অভিযোগ স্বয়ং বাজারে আসা ক্রেতাদের। ফলে লোক সমাগম প্রচুর আসা যাওয়া করলেও কাঙ্খিত সেবা পাচ্ছে না সাধারণ জনগণ।

বাজার ঘুরে দেখা যায়, বাজার মাঝখানে ড্রেনের ময়লা আবর্জনা ভাগাড় বিভিন্ন ধরনে পঁচা খাবারের উদিষ্ট ও গন্ধে পথ চলাচল করাও কষ্টকর হয়ে পড়ছে।

জানা যায়, প্রতি সপ্তাহে বুধবার হাঁট বাজারে পাহাড়ের দূর্গম এলাকা হতে জনগোষ্ঠীরা এ বাজারে বিভিন্ন ধরনের কাঁচা শাক সবজি সহ নানা ধরনের পণ্য বিক্রি করতে যায়। কিন্তু বাজারে মাঝখানে দীর্ঘ বছরের পর বছর ড্রেনের নালায় ও রাস্তাতে নোংরা ময়লা আবর্জনা হওয়ায় ক্রেতা ও বিক্রেতারা কম আসে।

একদিকে বর্ষা মৌসুম আসলে আরো পঁচা আবর্জনা দূর্গন্ধ পানি বাতাসে ছড়িয়ে পড়ে এবং সাধারণ জনগণের চলাচলের রাস্তা অনুপযোগী হয় পড়ে। পঁচা আবজর্নায় দূর্গন্ধের কারণে ছোট ছোট স্কুল পড়ুয়া শিশুসহ সাধারণ মানুষের শরীরে রোগ জীবাণু ছড়াচ্ছে।

এরপর ক্রেতা, বিক্রেতারা দূর্গন্ধ জনদুর্ভোগকে পোহাতে হয়। এতে বাজারের কয়েকজন ব্যবসায়ীরা অভিযোগ করেন বলেন, আমরা এ ব্যাপারে বাজার কমিটি সভাপতিকে অনেকবার অবগত করেছি। কিন্তু কোন ব্যবস্থা নিচ্ছেন না। এছাড়াও বাজারের মাঝখানে র্পঁচা আবর্জনায় ড্রেনের ময়লা নিরসন করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়