রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:৫৬, ১ জুন ২০২০

কাউখালীতে মাস্ক পরিধান না করায় ৪ জনকে জরিমানা

কাউখালীতে মাস্ক পরিধান না করায় ৪ জনকে জরিমানা

।। কাউখালী প্রতিনিধি ।। করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তাররোধ কল্পে এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সরকার ৩১ মে থেকে ১৫ জুন ২০২০ দেশের সার্বিক কার্যাবলী এবং জনসাধারণের চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিষেধাজ্ঞা চলাকালীন সকল কর্তৃপক্ষকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বলা হয়েছে। বিধি নিষেধ চলাকালে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিভাগ কর্তৃক জারীকৃত নির্দেশনা কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়।

সরকারের এ নিষেধাজ্ঞা যথাযথ ভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা সরেজমিনে দেখার জন্য কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শতরূপা তালুকদার ৩১ মে সরেজমিনে কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে গমন করেন। 

এসময় উপজেলার কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি এলাকায় বিনা কারণে রাস্তায় ঘুরাফেরা এবং মাস্ক পরিধান না করায় দন্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ৪ জন থেকে ৮০০/- জরিমানা আদায় করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়