রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:৫০, ১১ জানুয়ারি ২০২১

কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাপ্তাইয়ের বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম প্রকাশ রাইটার বদি (৭৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

দীর্ঘদিন যাবৎ তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যা ও বার্ধক্যজনিত রোগে ভোগার পর গত রোববার (১০ জানুয়ারি) রাত সাড়ে দশটায় কাপ্তাই ওয়াপদা কলোনির নিজ বাসায় বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে-----রাজিউন)। 

সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা বদি আলমকে কাপ্তাই ইউপি কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা ফুলদিয়ে গার্ড অব অনার প্রদান করেন। পরে বেলা ১১টায় জানাযা অনুষ্ঠিত হয়। 

জানাযায় রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুুুই ছাইন চৌধুরী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় জানাযা শেষে কাপ্তাই বাঁশ কেন্দ্রে তাকে দাফন করা হয়। 

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়