রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:২৬, ১৫ আগস্ট ২০২১

নানিয়ারচরে নানান আয়োজনে স্বরণ করা হলো বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী

নানিয়ারচরে নানান আয়োজনে স্বরণ করা হলো বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী

নানিয়ারচর প্রতিনিধিঃ- রাঙামাটির নানিয়ারচরে নানান আয়োজনে স্বরণ করা হলো বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

রোববার (১৫ আগস্ট) সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরপরই নানিয়ারচর থানা, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সরকারি প্রতিষ্ঠান, নানিয়ারচর প্রেসক্লাব শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

পরে নানিয়ারচর উপজেলা মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূয়েন খীসা।

আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়