রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৪১, ২৯ আগস্ট ২০২১

পাহাড়ি ঘোনায় ক্রিক পদ্ধতিতে মাছ চাষের ব্যাপকতা ছড়িয়ে দেয়ার আহ্বান

পাহাড়ি ঘোনায় ক্রিক পদ্ধতিতে মাছ চাষের ব্যাপকতা ছড়িয়ে দেয়ার আহ্বান

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- দেশে মাছের উৎপাদন বাড়াতে পাহাড়ি ঘোনায় ক্রিক পদ্ধতিতে মাছ চাষের ব্যাপকতা ছড়িয়ে দিতে মৎস্য বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন, অতীতে ক্রিকের যে কার্যক্রম নেয়া হয়েছে তা সফলতার মুখ দেখেনি। আগামী দিনের প্রকল্পগুলো সঠিক বাস্তবায়ন করাগেলে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রোববার (২৯ আগস্ট) সকালে সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান এবং সুফলভোগীদের মৎস্য চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় রাঙামাটি বিএফডিসির ব্যবস্থাপক নৌ কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙামাটি প্রশাসনের এডিএম মোঃ মাগফুরুল হাসান আব্বাসী, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুর রহিম, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, পাহাড়ী জলাশয়ে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ ইয়াছিন, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।

আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।

এর আগে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়