রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪৯, ৩১ আগস্ট ২০২১

লংগদু সরকারী ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

লংগদু সরকারী ডিগ্রি কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির লংগদুতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে লংগদু সরকারী মডেল ডিগ্রি কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) উপজেলার লংগদু সরকারী মডেল ডিগ্রি কলেজের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার।

বক্তব্যে তিনি বলেন, মীর জাফারের প্রেতাত্মারা এখনও সক্রিয়। তাদের সম্পর্কে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। তবেই, আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনার নেতৃত্বে এই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তা বিশ্বে নজীর সৃষ্টি করেছে। 

কলেজের প্রভাষক খন্দকার হাসান আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক মুসা তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, প্রভাষক মোঃ আজগর আলী ও কলেজের ছাত্র তানবির ইসলাম (প্রমুখ)।

শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, লংগদু সদর জামে মসজিদের পেশ ইমাম মাওলা মোঃ রেজাউল ইসলাম। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়