রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:১৮, ১৯ অক্টোবর ২০২১

জুরাছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ

জুরাছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- প্রান্তিক জনগোষ্ঠীদের আত্ম-সামাজিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। এসব সুযোগ সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে নিজের ও সামাজিক ভাবে অর্থনৈতিক উন্নয়ন করার আহ্বান জানিয়েছেন জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ। 

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাঙামাটি জুরাছড়ি উপজেলায় পল্লী সমাজসেবা কার্যক্রমের আওয়াতায় সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ কালে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ একথা বলেন। 

উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঋণ বিতরণ সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ বজলুল করিম উপস্থিত ছিলেন। 

এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ঋণ গ্রহিতাদের উদ্দেশ্যে বলেন, ঋণ নিয়ে ঋনের টাকায় মাছ- মাংস খেলে হবেনা, বরং নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি অন্যের ভাগ্য পরিবর্তনেও সহায়তা করতে হবে। এ সময় ৪৫ জনকে ১০ লক্ষ ৪৫ হাজার টাকা সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। 
 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়