রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

জুরাছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:০১, ২৫ অক্টোবর ২০২১

এবার হেলিকপ্টারে ভ্যাকসিন যাচ্ছে জুরাছড়ির দূর্গম দুমদুম্যায়

এবার হেলিকপ্টারে ভ্যাকসিন যাচ্ছে জুরাছড়ির দূর্গম দুমদুম্যায়
ফাইল ছবি 

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নে হেলিকপ্টারে করে কোভিড-১৯ ভ্যাকসিন পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আকাশ ভালো থাকলে আগামী বৃহস্পতিবার (২৮ অক্টোবর) যক্ষা বাজার ক্যাম্প থেকে হেলিকপ্টারে দুমদুম্যা বগাখালীতে রওনা দেবে ভ্যাকসিন প্রদানকারী টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ। এই টিমে তিনি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা নেতৃত্ব দেবেন।

গেল ৭ অক্টোবর ‘আলোকিত রাঙামাটি’ অনলাইন নিউজ পোর্টালে “জুরাছড়ি দুমদুম্যায় কোভিড-১৯ টিকা পায়নি ২৫ শ’র অধিক জনগোষ্ঠী” শিরোনামে দুমদুম্যা ইউনিয়নের পাংখোয়া জনগোষ্ঠীসহ ২৫শ’র অধিক নাগরিক এখনো কোভিড-১৯ ভ্যাকসিন পায়নি। দূর্গমতা ও নেটওয়ার্ক না থাকায় তারা ভ্যাকসিন প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারে বলে সংবাদে আশংকা প্রকাশ করা হয়। এ সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী এই উদ্যোগ গ্রহণ করেন।

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনন্যা চাকমা জানান, প্রথম দফা ১ হাজার ৫শ’ ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সে ক্ষেত্রে টিকা গ্রহিতাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র সাথে করে নিয়ে আসতে হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দুমদুম্যা ইউনিয়নের বগাখালি এলাকায় ভ্যাকসিন প্রদান করা হবে। এমন দূর্গম এলাকায়  স্বাস্থ্য বিভাগকে সহযোগীতা করার জন্য রাঙামাটি জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান উপজেলা নির্বাহী অফিসার ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

উল্লেখ্য, পার্বত্য এলাকার যেকোন দূর্যোগকালীন সময় দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো থেকে শুরু করে চিকিৎসা সেবার কাজে সেনাবাহিনী বিশেষ ভূমিকা রেখে আসছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়