রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:১৩, ১১ এপ্রিল ২০২২

আপডেট: ১৬:৫৬, ১১ এপ্রিল ২০২২

বাঘাইছড়িতে বজ্রপাতে কৃষক নিহত

বাঘাইছড়িতে বজ্রপাতে কৃষক নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী গ্রামে প্রতিবেশীর মরদেহ সৎকার করতে গিয়ে বজ্রপাতের আঘাতে যতিশ বিকাশ চাকমা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। সে মধ্যম পাবলাখালী গ্রামের মৃত বর্ষা বিকাশ চাকমার ছেলে। খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিল্টু চাকমা জানান, প্রতিবেশী দেবি চাকমা অসুস্থতা জনিত কারণে সকালে মারা গেলে, দুপুরে বাড়ির পাশে শ্মশানে গ্রামবাসী তাকে সৎকার করতে নিয়ে যায়। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সে দৌড়ে একটি গাছের গোড়ায় আশ্রয় নিলে সেখানে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত যতিশ বিকাশ চাকমার পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়