রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৩০, ৯ মে ২০২২

আপডেট: ১৬:৩৬, ৯ মে ২০২২

স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে খুশি নানিয়ারচরের জনসাধারণ

স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে খুশি নানিয়ারচরের জনসাধারণ

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে পার্বত্য অঞ্চলের রাঙামাটির নানিয়ারচর উপজেলায় নতুন করে ৩২,৮১৬ জন পাচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র।

দীর্ঘ করোনার সময়কালীন এই পরিচয়পত্র সমূহ দেয়া না গেলেও গত ০৭ই মে হতে উপজেলার ০৪ ইউনিয়নে ধারাবাহিক ভাবে দেয়া হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র।

স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়ে খুশি ও আনন্দ প্রকাশ করেছে গ্রহিতারা। পাশাপাশি সরকারের এই উদ্যোগকেও সাধুবাদ জানান, দুর্গম পাহাড়ের এ সকল মানুষরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা জানান, করোনার কারণে স্মার্ট জাতিয় পরিচয়পত্র বিতরণ বন্ধ থাকলে গত ০৭ই মে হতে উপজেলার চার ইউনিয়নে পর্যায়ক্রমে ৩২,৮১৬ জন পাবে এই স্মার্ট জাতিয় পরিচয়পত্র।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ ফজলুর রহমান বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র জনগণের কাঙ্খিত সুবিধা মিটাবে। স্মার্ট জাতিয় পরিচয়পত্র দিয়ে ওই ব্যক্তির একসাথে সব ডাটা পাওয়া যাওয়াতে পাসপোর্ট করা, ব্যংক একাউন্ট করাসহ অন্যান্য সেবা সমূহে খুব সহজেই করা যাবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়