রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪৬, ৭ জুন ২০২২

আপডেট: ১২:০২, ৮ জুন ২০২২

‘নানিয়ারচরে অপরাধ নির্মূলে আনসার ও ভিডিপির ভূমিকা রাখতে হবে’

‘নানিয়ারচরে অপরাধ নির্মূলে আনসার ও ভিডিপির ভূমিকা রাখতে হবে’

অপরাধ নির্মূলে আনসারদের ভূমিকা রাখতে হবে এবং নিজ এলাকায় সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও অপমৃত্যুসহ নানা ধরনের সকল তথ্যাদি দিয়ে উপজেলা প্রশাসনকে সহায়তা করতে হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।

মঙ্গলবার (৭ জুন) সকালে নানিয়ারচর দাখিল মাদ্রাসার মাঠে, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চঃদাঃ) ফয়জুল বারী, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কমান্ডারসহ প্রায় ২ শতাধিক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিল। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়