রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৫৩, ৫ সেপ্টেম্বর ২০২২

বাঘাইছড়িতে রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানববন্ধন

বাঘাইছড়িতে রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানববন্ধন

২০২০-২১ অর্থ বছরে বাঘাইছড়ি পৌরসভার বরাদ্দকৃত মধ্যমপাড়া রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যমপাড়া গ্রামবাসী।

সোমবার সকাল (১০টায়) বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে চৌমুহনী শাপলা  চত্বরে মাববন্ধন করে।

মানবন্ধনে বক্তব্য রাখেন মধ্যমপাড়া বাসিন্দা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রবীন ব্যক্তি মোঃ ওমর আলী ফরায়েজী, সামাজিক সংগঠক মাহমুদুল হাসানসহ আরো অনেকেই।

বক্তারা বলেন, গতবছর ডিসেম্বর মাসে কাজ শুরু হয়ে কিছুদিন পর কাজ বন্ধে হয়ে যায়। বর্তমানে রাস্তা দিয়ে হাটাচলার কোন অবস্থাই নেই, রোগীদের নিয়ে হাসপাতালে যাওয়া আসা কোন ভাবেই সম্ভব নয়। রাতের বেলায় মুসল্লিরা মসজিদে যেতে পারে না, বাজার করে কাঁদার মধ্য দিয়ে বাড়িতে যেতে হয় বাজার মাথায় নিয়ে।  দীর্ঘ ৮ মাসের অধিক সময় ধরে রাস্তার খারাপ অবস্থার কারনে মধ্যমপাড়াবাসীর ক্ষোভ আজ বিক্ষোভে পরিণত হয়েছে। এলাকাবাসী পৌরসভার নব নির্বাচিত মেয়র জমির হোসেনের কাছে দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করার আবেদন জানিয়েছে। বিষয়টি নিয়ে ঠিকাদার হুসেনের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন বলেন, ‘ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করতে লিখিত ভাবে তাগিদ দেয়া হয়েছে। এক সাপ্তাহর মধ্যে কাজ শুরু না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।’

জনপ্রিয়