রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:৪৭, ৯ এপ্রিল ২০২০

ভোটের স্লিপ ঘরে ঘরে দিলে, সরকারী অনুদান নয় কেন?

ভোটের স্লিপ ঘরে ঘরে দিলে, সরকারী অনুদান নয় কেন?

রুবেল হোসেনের প্রশ্ন- ভোটের স্লিপ ঘরে ঘরে দিলে, সরকারী অনুদান নয় কেন? -ছবি : ফেসবুক


বিশ্বের অন্যান্য দেশের মত করোনাভাইরাস আঘাত হেনেছে বাংলাদেশেও। এতে লকডাউন হয়ে আছে দেশ। যার ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী মানুষ। এ সময় সকলের প্রতি এক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। ভোটের স্লিপ ঘরে ঘরে পৌঁছে দেয়া হলে, সরকারী অনুদান কেন দেয়া হবে না?

সরকারী-বেসরকারী উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন নিজের উদ্যোগে অসহায় মানুষদের খাবার বিলি করেছেন।

তবে অনেক মানুষ এক জায়গা হয়ে ত্রাণ নিচ্ছে। আর এতেই রুবেল হোসেন এবার সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেছেন, সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন? কারণ, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ত্রাণ নেয়ার জন্য এক জায়গায় শতশত মানুষ জড় যাচ্ছেন। কিন্তু করোনা মোকাবেলায় করণীয়র মধ্যে রয়েছে এক জায়গায় অনেক মানুষ জড় না হওয়া।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেইজে রুবেল হোসেন লিখেছেন, ‘সমালোচনা বাদ দিন। দেশ এখন সংকটময় মুহূর্তে। এই দেশ আপনার আমার সকলের। নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। ভোটের সময় ভোটের স্লিপ যদি ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে পারেন? তাহলে সরকারি অনুদান ঘরে ঘরে গিয়ে নয় কেন?’

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়