রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:০৯, ২১ ডিসেম্বর ২০১৯

রাঙামাটিতে রিজিয়ন টি-২০ উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্ট’র উদ্বোধন

রাঙামাটিতে রিজিয়ন টি-২০ উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্ট’র উদ্বোধন

তৃণমুল পর্যায়ে ক্রিকেট খেলার প্রচার-প্রসার এবং প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে রাঙামাটি মারী স্টেডিয়ামে রাঙামাটি রিজিয়ন পৃষ্টপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাঙামাটি জেলা রিজিয়ন টি-২০ উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্ট আজ শনিবার (২১ ডিসেম্বর) উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।

 

 

আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, ক্রিকেট উপ পরিষদের যুগ্ম সম্পাদক মিথুল দেওয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।

 

 

উক্ত রিজিয়ন টি-২০ উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্টে জেলা সদরের মোট ২১ টি দল অংশ গ্রহণ করছে।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, আজকে আমাদের এই টি-২০ উন্মুক্ত টুর্ণামেন্টে জেলা সদরের ২১ দল অংশ গ্রহণ করছেন যা সংখ্যার দিক দিয়ে অনেক ভালো। রাঙামাটি সদরের ২১ টি টিম মানে আমাদের এখানে অনেক উদীয়মান ক্রিকেট খেলোয়াড় রয়েছে। আমরা রাঙামাটি জেলা থেকে ফুটবলে অনেক জাতীয় পর্যায়ে সুযোগ পেলেও ক্রিকেট খেলায় আমরা একজন নারী খেলোয়াড় চম্পা চাকমা ছাড়া আর কোন জাতীয় পর্যায়ের ক্রিকেট খেলোয়াড় এই পার্বত্য জেলা থেকে গড়ে উঠতে পারে নি। তাই আমরা আশা করি এই টি-২০ উন্মুক্ত টুর্ণামেন্টের মাধ্যমে এখান থেকে জাতীয় পর্যায়ে খেলার মত ভালো উদীয়মান খেলোয়াড় বের করে আনতে পারবো, এতেই আমাদের এই টুর্ণামেন্ট সার্থক হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়