রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৯:৩২, ৭ ফেব্রুয়ারি ২০২১

বান্দরবানে ধরা খেলেন ২৫ রোহিঙ্গা

বান্দরবানে ধরা খেলেন ২৫ রোহিঙ্গা

আটক রোহিঙ্গারা


বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে দুর্গম ছোটবেতিতে অভিযান চালিয়ে ২৫ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে আটকদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়।

সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর উপজেলার দুর্গম ছোটবেতীতে বিপুলসংখ্যক রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ২৪ জনকে আটক করে সেনাবাহিনী। পরে আলীকদম সদরে আসার পথে কানামাঝি চেকপোস্টে আরও এক রোহিঙ্গাকেও আটক করা হয়।

অন্যদিকে, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম জোনের উপ-অধিনায়ক ও জোনাল স্টাফ অফিসার ইমতিয়াজ জামান চৌধুরীর নেতৃত্বে ভাতের মোচার ভেতর করে ২,০১৫টি ইয়াবা পাচারের সময় মেনদন পাড়া আর্মি চেকপোস্টে তল্লাশি করে ইয়াবাসহ মাংক্রাত ম্রো নামে এক পাচারকারীকে আটক করে সেনাবাহিনী। 

পরে ইয়াবা পাচারকারী ও রোহিঙ্গা শরণার্থীদের শনিবার রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলীকদম থানার ওসি কাজী রকিব উদ্দিন জানান, ইয়াবাসহ আটক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। আটক রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পাঠানো হয়েছে।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ

জনপ্রিয়