রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২১:২৮, ৬ মার্চ ২০২১

বাঘাইছড়িতে সেনাবাহিনীর ১২ বীর জোন সদরে ভয়াবহ আগুন

বাঘাইছড়িতে সেনাবাহিনীর ১২ বীর জোন সদরে ভয়াবহ আগুন
ছবি:- আলোকিত রাঙ্গামাটি

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ১২ বীর বাঘাইহাট সেনাবাহিনীর জোন সদরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে জোনের গুরুত্বপূর্ণ বেশকিছু অফিস আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। 

শনিবার সন্ধ্যা ৬:৫০ মিনিটের সময় হঠাৎ জোন সদরের সিগনাল রুমে আগুন দেখতে পেয়ে শতাধিক সেনা সদস্য আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কোন ধরনের বিস্ফোরণ বা হতাহতের সংবাদ পাওয়া যায়নি। পরে সংবাদ পেয়ে ছুটে আসে দিঘিনালা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণাৎ ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত হওয়া যায়নি।

বাঘাইছড়ি সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদার আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক লক্ষণ দেখে মনে হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে। তবে এ বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।

আলোকিত রাঙামাটি