রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১২:২৮, ৯ মে ২০২১

নানিয়ারচরে সেনা জোনের ত্রাণ সহায়তা

নানিয়ারচরে সেনা জোনের ত্রাণ সহায়তা

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ- করোনায় অসহায় হয়ে পড়া দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা করা হয়েছে।

রবিবার (০৯ মে) নানিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে ও নানিয়ারচর জোন সুদক্ষ দশ এর ব্যবস্থাপনায় নানিয়ারচর সদর এলাকার অর্ধশতাধিক পরিবারের মাঝে নিত্য দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপ-অধিনায়ক নানিয়ারচর জোন মেজর এস এম রুবাইয়াত হোসাইন (পিএসসি)।

খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও ১ কেজি করে পেঁয়াজসহ করোনা ভাইরাস প্রতিরোধী মাস্ক প্রদান করা হয়।

সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও করোনা ভাইরাস প্রতিরোধী মাস্ক পেয়ে এলাকার সাধারণ মানুষজন অত্যন্ত খুশি। 

করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় উপ-অধিনায়ক নানিয়ারচর জোন মেজর এস এম রুবাইয়াত হোসাইন (পিএসসি)।

আলোকিত রাঙামাটি