রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:০৮, ২৪ জুলাই ২০২১

টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বাড়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বাড়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

ফাইল ছবি


কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- কয়েক দিনের বৃষ্টির কারণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। চলতি সপ্তাহে কাপ্তাই ও রাঙামাটি জেলায় বৃষ্টিপাত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে বলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের জানান।

তিনি জানান, রুলকার্ভ অনুযায়ী শনিবার (২৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির পরিমান থাকার কথা ৮৭.৪৮ এমএসএল। সেখানে পানি আছে ৮৪.১৭ এমএসএল (মীন সী লেভেল)। কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। অবশিষ্ট ৪টি ইউনিট সচল আছে। এরমধ্যে ১নং ইউনিটে ৩০ মেগাওয়াট, ৩নং ইউনিটে ৩৫ মেগাওয়াট, ৪নং ইউনিটে ৩০ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ৩০ মেগাওয়াটসহ সর্বমোট ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত সপ্তাহে যেখানে গড়ে প্রতিদিন ১শ' মেগাওয়াটের নীচে বিদ্যুৎ উৎপাদন হয়েছে। সেখানে বর্তমানে কাপ্তাই হ্রদে পানির পরিমান বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বৃষ্টিপাত বাড়লে উৎপাদন আরো বাড়বে।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফিট এমএসএল এবং ৫টি ইউনিটে উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট। 

আলোকিত রাঙামাটি