রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৮:২৪, ১৪ অক্টোবর ২০২৩

আপডেট: ১৮:২৬, ১৪ অক্টোবর ২০২৩

আবারো প্রকাশ্যে রাঙামাটি জেলা বিএনপির অন্তঃকোন্দল, অনশন কর্মসূচিতে সংঘর্ষ!

আবারো প্রকাশ্যে রাঙামাটি জেলা বিএনপির অন্তঃকোন্দল, অনশন কর্মসূচিতে সংঘর্ষ!

রাঙামাটিতে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে অনশন কর্মসূচি চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ অক্টোবর) সকালে রাঙামাটির দলীয় কার্যালয়ে অনশন কর্মসূচি পালনকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতাদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি কেন্দ্র থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে নাছির উদ্দিনকে সদস্যসচিব করে কমিটি ঘোষণা করা হয়। এতে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সদস্যসচিব অনশন কর্মসূচিতে যোগদানকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। 

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান। এতে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার (দীপু), সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ।

অনশন কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সামান্য উত্তেজনা হয়েছিল।’

জনপ্রিয়