রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

স্পোর্টস ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:১২, ৯ ফেব্রুয়ারি ২০২০

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত


প্রথমবারের মত কোন বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে জুনিয়র টাইগাররা।  দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।  মহারণের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

দুই দলই সেমিফাইনালের উইনিং কম্বিনেশক ভাঙার কথা চিন্তা করছে না। তাছাড়া কোনো দলে ইনজুরি সমস্যাও নেই। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে দেখা যেতে পারে বাংলাদেশ-ভারতকে।

ফাইনালে টস ভাগ্যও ম্যাচ জয়ে প্রভাব ফেলতে পারে। তার কারণ যুব বিশ্বকাপের সবশেষ পাঁচ ফাইনালের মধ্যে চারবারই জিতেছে পরে ব্যাট করা দল। তার মানে টসও একটা বড় ফ্যাক্টর। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক), শামিম হোসেন, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মুরাদ।

ভারতের সম্ভাব্য একাদশ: 

যশস্বি জাসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়াম গার্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়