রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

স্পোর্টস ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০২০

সুযোগ পাওয়া অভিষেকেই ভারতের প্রথম উইকেট

সুযোগ পাওয়া অভিষেকেই ভারতের প্রথম উইকেট

ফাইল ফটো


প্রথমবারের মত কোন বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।  শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয়েছে জুনিয়র টাইগাররা। মহারণের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ অধিনায়ক আকবর আলী।  এক পরিবর্তনে মাঠে নামে বাংলাদেশ। দলে ঢুকে অভিষেক দাস। তার হাতেই প্রথম উইকেট যায় ভারতের।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭.২ ওভারে ১ উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ৯ রান। 

রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস হেরে ব্যাটে আসে যশস্বি জাসওয়াল, দিব্বংশ সাক্সেনা। বাংলাদেশের হয়ে প্রথম ওভারে বলে আসেন শরিফুল ইসলাম। কোনো রান না দিয়েই শেষ হয় প্রথম ওভার। দ্বিতিয় ওভারে আসেন তানজিম হাসান সাকিব। সেও রানের খাতা খুলতে দেয়নি ভারতকে।

এরপর বলে আসেন অভিষেক দাস। প্রথম ওভারের ভারতের ওপেনিং জুটি ভাঙেন এ পেসার।  তার ওভারের চতুর্থ বলে মাহমুদল হাসান জয়ের হাতে বলে তুলে দেয় দিব্বংশ সাক্সেনা(২)।

শিরোপা লড়াইয়ে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সেমিফাইনালের উইনিং কম্বিনেশের বাংলাদেশ দল থেকে বাদ গেছে হাসান মুরাদ।  তার জায়গায় দলে জায়গা করে নিয়েছে অভিষেক দাস। 

এদিকে শিরোপা নির্ধারণী ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত।

ফাইনালে টস ভাগ্যও ম্যাচ জয়ে প্রভাব ফেলতে পারে। তার কারণ যুব বিশ্বকাপের সবশেষ পাঁচ ফাইনালের মধ্যে চারবারই জিতেছে পরে ব্যাট করা দল। তার মানে টসও একটা বড় ফ্যাক্টর।  আর সে হিসাবে বাংলাদেশের পক্ষেই ম্যাচ।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়