রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:১৪, ২৬ এপ্রিল ২০২০

অতিরিক্ত দাম রাখায় রাঙামাটিতে ৪ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা

অতিরিক্ত দাম রাখায় রাঙামাটিতে ৪ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা

রাঙামাটি সদর প্রতিনিধিঃ- রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলার শহরের বনরুপা, তবলছড়ি এবং রিজার্ভ বাজারের চার ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে রাঙামাটির রির্জাভ বাজার, বনরুপা এবং তবলছড়ি বাজারে অভিযান চালিয়ে এই পবিত্র রমজানে ভোক্তা অধিকার আইনে দ্রব্যমুল্যের দাম থেকে অধিক দাম রাখায় জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্টেট আরিফুল ইসলাম, সকিনা আক্তার এবং বোরহান উদ্দীন মিটুর নেতৃত্বে এই জরিমানা করা হয়।

এ সময় রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, করোনা ভাইরাসের সময় এই পবিত্র মাহে রমজানে যে সকল অসাধু কিছু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে এমন অভিযোগে আমরা বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছি এবং আজ আমরা এখানকার চার ব্যবসায়ী থেকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। অভিযান অব্যাহত থাকার কথাও জানান তারা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়