রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:৩৫, ৩ জানুয়ারি ২০২১

রাঙামাটিতে জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উদযাপন

রাঙামাটিতে জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উদযাপন

শনিবার (২ জানুয়ারি) সকালে জেলা পরিষদ, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে “ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙামাটিতেও জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উপলক্ষে বেলুন, ফেস্টুন উড়ানোর পর পরিষদের সভা কক্ষে (এনেক্স ভবন) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা ও রেমলিয়ানা পাংখোয়া।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, সামাজিকভাবে অবহেলিত, সুবিধা বঞ্চিত, প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সমাজের সকলে যাতে সমান সুযোগ পায় এবং সরকারের কল্যাণমূলক কর্মকান্ড থেকে বঞ্চিত না সেদিকে সকলের নজর রাখতে হবে।

তিনি বলেন, সীমাবদ্ধ সম্পদের মধ্যেও সরকার সকলের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের কল্যাণ এবং দূরারোগ্য রোগীদের চিকিৎসার খরচ প্রদানের মাধ্যমে সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে।

পরে অতিথিরা বিধবা ভাতার বই, বয়স্ক ভাতার বই, সুবর্ণ নাগরিক কার্ড, হুইল চেয়ার ও প্রতিবন্ধি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়