রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৩০, ৫ আগস্ট ২০২১

কাপ্তাইয়ে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

কাপ্তাইয়ে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ- করোনায় ক্ষতিগ্রস্ত কাপ্তাই উপজেলায় পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলা পল্লী উন্নয়ন বিভাগের (বিআরডিবি) উদ্যোগে ঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ সহায়তা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এতে সভাপতিত্ব করেন।

উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকেরের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এবং ইউসিসিএ'র সভাপতি স্বপন বড়ুয়া।

অনুষ্ঠানে ১৪ জন সমবায়ীকে ক্ষুদ্র ব্যবসা কর্মকাণ্ডে স্বাবলম্বী করার লক্ষ্যে সর্বমোট ২৮ লাখ ৫০ হাজার টাকার প্রথম পর্যায়ে ঋণ বিতরণ করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়