রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২১

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি
ফাইল ছবি

কাপ্তাই প্রতিনিধিঃ- কয়েকদিনের টানাবর্ষণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের ৪টি ইউনিট বর্তমানে সচল রয়েছে। ফলে ৪টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৪টি ইউনিটে ১৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মুঠোফোনে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আপাতত ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। সেটি চালু করা গেলে আরো ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো বলে তিনি জানান।

জানা গেছে, বৃহস্পতিবার ১ নম্বর ইউনিটে ৪৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিটে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। হ্রদে রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী পানি থাকার কথা ১০৯ ফুট মীন সী লেভেল (এমএসএল)। কিন্তু হ্রদে বর্তমানে পানি রয়েছে (২৩ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) ১০৬ দশমিক ৬৭ ফুট এমএসএল। অর্থাৎ হ্রদে নির্দিষ্ট পরিমাণের চেয়ে হ্রদে প্রায় ৪ ফুট পানি কম রয়েছে।

পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান, অব্যাহত ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা পানি ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট (এমএসএল)। কিন্তু পানির ১০৭ ফুট মীনস সী লেভেল অতিক্রম করলেই তা বিপজ্জনক হিসেবে ধরা হয়। তখন কেন্দ্রের স্পিলওয়ে খুলে পার্শ্ববর্তী কর্ণফুলি নদীতে পানি ফেলে দিতে হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়