রাঙামাটি । বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৩১, ১২ অক্টোবর ২০২৩

আপডেট: ১৬:৩২, ১২ অক্টোবর ২০২৩

বিলাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের অনুদান প্রদান

বিলাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের অনুদান প্রদান

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়ন ও পাংখোয়া পাড়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বহুমূখী নগদ অর্থ বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিলাইছড়ির ৩নং ফারুয়া ইউনিয়ন ও পাংখোয়া পাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এই অর্থ বিতরণ করা হয়।

রাঙামাটি জেলা পরিষদ ও রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা তাছাদ্দিক হোসেন কবির, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ আকতার হোসেন, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চংঙ্গ্যা প্রমুখ।

বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নে ৩৯২ জন ও পাংখোয়া পাড়াই ৯২ জনকে ৬ হাজার করে মোট ২৪ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়