রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৮:৪৭, ২০ মার্চ ২০২০

রাজস্থলীতে করোনাভাইরাস প্রতিরোধে মসজিদে মসজিদে দোয়া কামনা

রাজস্থলীতে করোনাভাইরাস প্রতিরোধে মসজিদে মসজিদে দোয়া কামনা

রাজস্থলী প্রতিনিধিঃ নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় রাঙামাটির রাজস্থলী উপজেলার প্রতিটি মসজিদে মসজিদে জুম্মার নামাজের পর দোয়া কামনা করা হয়েছে।

রাজস্থলী উপজেলা প্রশাসন থেকে জানা যায়, উপজেলার বাঙালহালিয়া জামে মসজিদ, শফিপুর জামে মসজিদ, ইসলামপুর জামে মসজিদ, বায়তুননুর জামে মসজিদ, উপজেলা জামে মসজিদ, হাসপাতাল মসজিদ, সেনা ক্যাম্প মসজিদ, থানা মসজিদ, রাজস্থলী জামে মসজিদে ভাইরাস প্রতিরোধে শুক্রবার (২০ মার্চ)  নামাজের পর জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের উদ্যোশ্যে বিশেষ মোনাজাত করা হয়েছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, সকলে এ ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সরকার ঘোষিত সকল নিয়মকানুন মেনে চলা এবং বিদেশ ফেরত প্রবাসীরা সরকারের নিয়ম অনুযায়ী ১৪ দিন যাবৎ ঘরের মধ্যে বসবাস করতে হবে। এ ছাড়া সুস্থ ব্যক্তিদের থেকে কম পক্ষে এক মিটার (৩ ফুট) দুরত্ব বজায় রাখতে হবে। এ ছাড়া সকল কে পরিস্কার পরিচ্ছন্ন থাকার পাশা পাশি হাত মুখ ধোয়া সহ সকল পরার্মশ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়