রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটি ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:৫৩, ২৫ অক্টোবর ২০১৯

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানিয়ারচরে তথ্য আপার উঠান বৈঠক

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানিয়ারচরে তথ্য আপার উঠান বৈঠক

নানিয়ারচর উপজেলার তথ্যকেন্দ্র এর আয়োজনে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ৩টায় উপজেলা বুড়িঘাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন নানিয়ারচর উপজেলার তথ্যআপা মুন্নি দত্ত এর সঞ্চালনায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারী ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) এর এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন, বুড়িঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডব্লিউ রহমান, বুড়িঘাট বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস। এছাড়াও উঠান বৈঠকে বুড়িঘাট ইউনিয়নের প্রান্তিক নারীগণ অংশগ্রহণ করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়